লেনদেন কমলেও সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই শেয়ারবাজারে সূচকের বড় উস্ফলনে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ১৪৮ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৫১ পয়েন্ট বা ২ শতাংশ।

মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। সূচকটি ১৪৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ বা ৩১ পয়েন্ট, আর ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৩২ শতাংশ বা ৪৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ ৩২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৭১ কোটি ১ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৯৯ কোটি ৩৫ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৮০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *