সশস্ত্র বাহিনীর জন্য দু’দিনের আয়কর মেলা

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

সশস্ত্র বাহিনীর সদস্যদের কর সংক্রান্ত সেবা প্রদানের লক্ষে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ কনভেনশন হলে দু’দিনের ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৯ যৌথভাবে করমেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির আজ বুধবার মেলার উদ্বোধন করেন।
এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদ ও কর অঞ্চল-৯ এর ঢাকার কমিশনার মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,দেশের অর্থনৈতিক কর্মকান্ড সুচারুভাবে পরিচালনার জন্য করযোগ্য ব্যক্তিদের কর প্রদান করতে হবে। তিনি ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) আরো সহজ করার অনুরোধ করেন।
তিনি বলেন,সামরিক বাহিনীর সদস্যরা কর দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। করমেলা সশস্ত্র বাহিনীর সদস্যদের করসেবা প্রাপ্তিকে সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র : বাসস

মেজর জেনারেল হুমায়ুন কবির কর মেলা আয়োজনের জন্য এনবিআরকে ধন্যবাদ জানান। একইসাথে সামরিক বাহিনীর সদস্যদের জন্য দেশের অন্যান্য স্থানেও একই ধরনের মেলা আয়োজনের আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *