আলীবাবার ৮০০ কোটি ডলারের বন্ড ঘোষণা

alibabস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের জন্য ৮০০ কোটি মার্কিন ডলারের বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা।
গত দুই মাস আগে মার্কিন শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) ইস্যু করে প্রতিষ্ঠানটি রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহের পর এবার টেক জায়ান্ট এই কোম্পানি বন্ড বিক্রির পরিকল্পনা নিয়েছে।

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে এই অর্থ সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহে এ বন্ড বিক্রি হতে পারে বলে শুক্রবার রয়টার্স, বিবিসি ও ব্লুমবার্গের খবরে জানানো হয়েছে।

ইতোমধ্যে কোম্পানিটি ডাচ ব্যাংক, জেপি মর্গান, সিটিগ্রুপ ও মর্গ্যান স্ট্যানলির সাথে এ ব্যাপারে আলোচনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস আগে যুক্তরাষ্ট্রে গনপ্রস্তাবে (আইপিও) মোটা অংকের তহবিল সংগ্রহ করে আলিবাবা। চলতি সপ্তাহেও প্রতিষ্ঠানটি মাত্র একদিনে চীনে ৯০০ কোটি ডলারের পণ্য বিক্রি করে; যা অনলাইনে একদিনের হিসেবে সবচেয়ে বেশি। এরপরই প্রতিষ্ঠানটি এই বন্ড বিক্রির পরিকল্পনা করেছে।

সূত্র- বিবিসি
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

প্রথম প্রান্তিকে হা-ওয়েল টেক্সটাইলের ইপিএস কমেছে

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানিটি গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ আয় কম করেছে। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৯৩ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৫ কোটি ৩০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

প্রথম প্রান্তিকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইপিএস কমেছে

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানিটি গত বছরের একই সময়ের চেয়ে ২৩ শতাংশ আয় কম করেছে। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৮ লাখ ৬০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৯৩ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

খান ব্রাদার্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা উত্তোলন করা কোম্পানিটি ২০১৩-১৪ অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়।

শেষ অর্থবছরে কোম্পানিটিতে নীট মুনাফা ৭ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৭১ টাকা হয়েছে। এ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৫.৮৫ টাকা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ২টায় আইডিইবি ভবনে বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘এন’ ক্যাটাগরিতে মঙ্গলবার থেকে লেনদেন শুরু হবে খান ব্রাদার্সের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

শেয়ারবাজারের সূচকের ইতিবাচক ধারা

index upনিজস্ব প্রতিবেদক :

রবিবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টা শেষে উভয় শেয়ারবাজারের সূচকের ইতিবাচক ধারা রয়েছে। দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০০৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

দুপুর ১২টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেসকোর। এ সময়ে এ কোম্পানির ৬২ লাখ ৮৩ হাজার ৫০০টি শেয়ার ৪৯ কোটি ৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে রয়েছে- ডেসকো, যমুনা ওয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক, সাইফ পাওয়ার, আরএসআরএম, অরিয়ন ফিউশন, একটিভ ফাইন, নাভানা সিএনজি ও অলটেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টায় ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪১৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৬০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির। লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এআর

রহিমা ফুডের নো ডেভিডেন্ট ঘোষণা

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।  ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

শুক্রবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮০   পয়সা। কোম্পানিটির সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে