1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. গ্রামীণফোন
  3. সাইফ পাওয়ার
  4. স্কয়ার ফার্মা
  5. সামিট অ্যালায়েন্স পোর্ট
  6. এমজেএলবিডি
  7. কাসেম ড্রাইসেল
  8. বিডি থাই
  9. অগ্নি সিস্টমেস
  10. বেক্স- ফার্মা

ইউসিবিএলের ৫০০ কোটি টাকা বন্ডের সিদ্ধান্ত

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ইউসিবি সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ইউসিবিএল সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

জাহিন টেক্সটাইলের ঋণ-মানের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

zahinনিজস্ব প্রতিবেদক :

ঋণমানের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা নিয়ে আইপিওতে এসেছে জাহিন টেক্সটাইল লিমিটেড। কোম্পানির সাবস্ক্রিপশন ঘনিয়ে আসায় হাইকোর্টর এই নিষেধাজ্ঞাটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

কোম্পানি সূত্রে জানা যায়, জাহিন টেক্সটাইলের ঋণমানের উপর হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা রয়েছে। কোম্পানিটির সাথে লেনদেন করা ব্যাংকগুলো ও আর্থিক-প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে।

জাহিন টেক্সটাইলের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত সিআইবি রিপোর্টে বলা হয়েছে, “তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অত্র ব্যুরোর ডাটাবেইজে সংরক্ষিত সর্বশেষ জানুয়ারি,২০১৪ইং এর ঋনতথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির “Loan Status” এর উপর মহামান্য হাইকোর্ট “Stay Order” বহাল আছে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতার কারণে এর যাচিত ০৫(পাঁচ) জন পরিচালকের “Loan Status” এর উপরও মাহামান্য হাইকোর্টের “Stay Order” বহাল আছে। তবে উক্ত পরিচালকগন অন্যান্ন ক্ষেত্রে ঋন-খেলাপী থেকে মুক্ত।”

ঢাকা বিশ্ববিদ্যালেয়ে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাইন উদ্দিন স্টকমার্কেটবিডি.কমকে বলেন, “রিপোর্ট থেকে প্রতিয়মান হয় যে, প্রতিষ্ঠানটির পরিচালকগন অন্যান্য ক্ষেত্রে ঋণ খেলাপী না হলেও উক্ত প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত থাকার কারণে হইকোর্টের “Stay Order” তাদের উপরও বর্তায়। আইপিও তে যাবার আগে বিষয়টি সুরাহা করা উচিত ছিল।”

কোম্পানিটি প্রসঙ্গে বিনিয়োগকারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “জাহিন টেক্সটাইল লিমিটেড আর্থিক ভাবে একটি দূর্বল কোম্পানি। কোম্পানিটির ইপিএস খুবই কম এবং এদের ঋণ আছে প্রচুর।এ ধরণেরর কোম্পানি শেয়ারবাজারে আসলে ভবিষ্যতে তারা বিনিয়োগকারীদেরকে ডেভিডেন্ট দিতে ব্যর্থ হতে পারে।”

এ প্রসঙ্গে জানতে চাইলে জাহিন টেক্সটাইলের সিএফও ফারুখ হোসেন স্টকমার্কেটবিডি.কমকে বলেন, “ঋণ খেলাপীর অভিযোগটি সম্পূর্ন ভিত্তিহীন। আইপিও সম্পর্কিত সকল কার্যক্রমই আইনগত ভাবে পরিচালিত হচ্ছে।”

স্টকমার্কেটবিডি.কম/টিআই/এলকে

বড়দিনের পর রেকর্ড সূচক আমেরিকার শেয়ারবাজারে

usaস্টকমার্কেট ডেস্ক :

অতীতে বড়দিনের পরের দিন এত বেশি সূচক বাড়তে দেখা যায়নি আমেরিকার শেয়ারবাজারে। মুলত স্বাস্থ্য ও সেবা খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের এই বৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

সূত্র থেকে জানা যায়, বড়দিনের ছুটিতে বিনিয়োগকারিদের আনাগোনা কমই ছিল বাজারে। ফলে কমেছিল সূচক ও লেনদেন। তাছাড়া তেলের বাজারের অস্থিরতার তো ছিলই। ফলে সপ্তাহে সুচকের মিশ্রভাব থাকলেও শুক্রবার রেকর্ড সুচক বেড়েছে মার্কিন শেয়ার বাজারে।

আনুপাতিক হারে সবচেয়ে বেশি বেড়েছে Dow Jones ইন্ডেক্স । শুক্রবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ২৩.৫০ পয়েন্ট বেড়ে দড়িয়েছে ১৮,০৫৩.৭১ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ৬.৮৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২০৮৮.৭৭ পয়েন্ট। এছাড়া Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ১৬.৯৮পয়েন্ট বেড়ে ৪,৭৬৫.৩৮ পয়েন্টে অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি

জাহিন স্পিনিংয়ে আবেদন গ্রহণ শুরু

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলেনর অনুমোদন পাওয়া জাহিন স্পিনিং লিমিটেডে আবেদন গ্রহণ শুরু আজ ২৮ ডিসেম্বর, রোববার থেকে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ আজ শুরু হয়ে শেষ হবে ৫ জানুয়ারি। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২.৫৯ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এর আগে বিএসইসির ৫৩০ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইফাদের অ্যালোটমেন্ট বিতরণ শুরু

ifadস্টকমার্কেট ডেস্ক :

ইফাদ অটোস লিমিটেডের অ্যালোটমেন্ট লেটার বা বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর রবিবার থেকে শুরু করে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত রিফান্ড বিতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংক রশিদের বিনিময়ে বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে।

জানা গেছে, পল্টন কমিউনিটি সেন্টার ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে ।

কোনো বিনিয়োগকারীর অ্যাকাউন্টে টাকা জমা না হলে আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি মধ্যে নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। শুক্রবার ও সরকারী ছুটির দিন ছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় কচি কাঁচার মেলা, সেগুন বাগিচায় যোগাযোগ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর