অলিম্পিক এক্সেসরিজের ১২% লভ্যাংশ ঘোষণা

Olympic-Accessoriesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ উদ্যোক্তাসহ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্যোক্তা ও পরিচালকদের হাতে কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ারের বিপরীতে কোন নগদ লভ্যাংশ দেওয়া হবে না। ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা ৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা পাবেন।

অলিম্পিক এক্সেসরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৭৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৬.৭১ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.১৪ টাকা।

রহিম টেক্সটাইলের ৪০% বোনাস লভ্যাংশ

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত নিরিক্ষিত হিসাব পর্যালোচনা করে পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশের ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো জানা যায়, ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণার ফলে কোম্পানির রিজার্ভ থেকে ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা অবমুক্ত হবে। এ অর্থ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক কোম্পানির তারল্য সংকট দুরীকরণ কিংবা বিনিয়োগের প্রয়োজনে ব্যয় করা হবে।

রহিম টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর পুরাতন রাজধানীর পুরাতন বিমান বন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

‘বিদেশী বিনিয়োগকারীদের চলে যাওয়ার তথ্য সঠিক নয়’

DSe-picনিজস্ব প্রতিবেদক :

বিদেশী বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজার থেকে চলে যাচ্ছে— এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। সোমবার ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বপন কুমার বালা বলেন, মুনাফা তুলে নেওয়ার জন্য বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয় করতেই পারেন। এর অর্থ এই না যে শেয়ারবাজার থেকে তারা চলে যাচ্ছেন। কোনো বিদেশী বিনিয়োগকারী তো তার বি.ও. এ্যাকাউন্ট বন্ধ করে নাই। তারা শেয়ার বিক্রয় করে আবার ক্রয় করতেও পারেন।

স্বপন কুমার বালা বলেন, ‍স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের পর আইন ভঙ্গের প্রবণতা তাৎপর্যপূর্ণভাবে কমেছে। ডিমিউচুয়ালাইজেশনের আগে অনেক ক্ষেত্রেই ব্যবস্থা নিতে সমস্যা হতো। এখন আর এ ধরনের সমস্যা হয় না।

স্বপন কুমার বালা বলেন, কোম্পানির তথ্য প্রদান পুনঃবিন্যাস (রি-ডিজাইন) করা হবে। আগামী নভেম্বর মাস থেকে কোম্পানির তথ্যগুলো আন্তর্জাতিকমানের করে প্রকাশ করা হবে। যেখানে কোম্পানির উদ্যোক্তাদের ইতিহাস প্রকাশ করা হবে। এ ছাড়া কোম্পানির আরও নতুন তথ্য প্রকাশ করা হবে। এতে কোম্পানি সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন।

তিনি আরও বলেন, আগামীতে ডিএসইর পেমেন্ট অনলাইনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে। এর ফলে ব্রোকারেজ হাউসগুলো তাদের কর, কোম্পানিগুলো লিস্টিং ফি ইত্যাদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে।

ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) চালু প্রসঙ্গে তিনি বলেন, ডিএসই ইটিএফ চালু করতে প্রস্তুত। এ জন্য অবকাঠামো সম্পন্ন হয়েছে। অবশ্য এর জন্য কিছু নিয়ম-নীতির বিষয় আছে। এটি নিয়ন্ত্রক সংস্থার কাজ। তারপরও আমরা আশা করছি আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে এটি সম্পন্ন হবে।

বিনিয়োগকারীরা যাতে আরও সহজে তথ্য পেতে পারেন সে জন্য ‘ডিএসই ইনফো’ নামে ডিএসই একটি ‘এ্যাপস’ তৈরি করেছে ও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটি উদ্বোধন হতে পারে বলে জানান তিনি।

ডিএসইর ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— ডিএসইর পরিচালক রুহুল আমিন, চীফ রেগুলেটর অফিসার এ কে এম জিয়াউল হাসান খান।