ডিএসই ও সিএসইতে লেনদেন বাড়লেও সুচক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.২৯ পয়েন্ট কমে অবস্থান করে ২১৯১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৪২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৬৪ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৬টির। আর দর অপরিবর্তিত আছে ৭৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, গ্রামীন ফোন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, রেনেটা লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৭.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আর্থিক পারফরমেন্স তুলে ধরবে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড অনুষ্ঠানিকভাবে চলতি বছরের ৬ মাসের আর্থিক পারফরমেন্স তুলে ধরবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ ফেব্রুয়ারী গুলশান ২ এ গুলশান সেন্টার পয়েন্টে অবস্থিত ইউনাইটেড গ্রুপের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র মতে, এ সভায় চলতি বছরের ৬ মাসের কোম্পািনিটির আর্থিক বিবরণ গনমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিবরা ইনফিউশনের বোর্ড সভা বিকালে

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের স্থগিত করা বোর্ড সভাটি বিকালে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকালে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৯ জানুয়ারি বোর্ড সভাটি আহবান করা হলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৫ মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে বারাকা’র কর্ণফুলি পাওয়ার

baraka-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চুক্তির স্বাক্ষর অনুযায়ী আগামী ১৫ মাসের মধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) ১১০ মেগাওয়াট বিদ্যুৎ দিবে বারাকা গ্রুপের কর্ণফুলি পাওয়া লিমিটেড। সম্প্রতি বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে আগামী ১৫ বছর বিপিডিবিকে বিদ্যুৎ দিবে কর্ণফুলি পাওয়া। এ জন্যে চট্টগ্রামের পতেঙ্গায় শিকলবাহায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপের কর্ণফুলি পাওয়ার লিমিটেড।

এ কেন্দ্রের জন্য ৬টি নতুন রেসিপ্রকেটিং ইঞ্জিন কিনতে ব্যয় হবে ৩ কোটি ২৮ লাখ ১৫ হাজার ইউরো।

এ প্রসঙ্গে বারাকা পাওয়ার কােম্পানির সচিব মােহাম্মদ মনিরুল ইসলাম স্টকমার্কেট বিডিকে বলেন, চুক্তি অনুযায়ী আমরা বিপিডিবিকে আগামী ১৫ বছর ১১০ মেগাওয়াট বিদ্যুৎ দিব। এ কার্যক্রম শুরু করতে ১৫ মাস সময় নিয়েছি। তাই আগামী ১৫ মাসের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে যাবাে আমরা।

কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাহাতে স্থাপিত হবে। যার উৎপাদন ক্ষমতা হবে ১১০ মেগাওয়াট। এ কেন্দ্র থেকে সরকার প্রায় ৮.২৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে।

বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হলো বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আর পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান হলো কর্ণফুলী পাওয়ার লিমিটেড। ১১০ মেগাওয়াটের মধ্যে কর্ণফুলির ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে। এটি বারাকা পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান। বাকী ৪৯ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে বারাকা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/

ভালো লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে প্যাসিফিক ডেনিমস

pacific_coverস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৬ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ১৩ ফেব্রুয়ারি

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৩ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বানানীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ