১৫ মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে বারাকা’র কর্ণফুলি পাওয়ার

baraka-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চুক্তির স্বাক্ষর অনুযায়ী আগামী ১৫ মাসের মধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) ১১০ মেগাওয়াট বিদ্যুৎ দিবে বারাকা গ্রুপের কর্ণফুলি পাওয়া লিমিটেড। সম্প্রতি বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে আগামী ১৫ বছর বিপিডিবিকে বিদ্যুৎ দিবে কর্ণফুলি পাওয়া। এ জন্যে চট্টগ্রামের পতেঙ্গায় শিকলবাহায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপের কর্ণফুলি পাওয়ার লিমিটেড।

এ কেন্দ্রের জন্য ৬টি নতুন রেসিপ্রকেটিং ইঞ্জিন কিনতে ব্যয় হবে ৩ কোটি ২৮ লাখ ১৫ হাজার ইউরো।

এ প্রসঙ্গে বারাকা পাওয়ার কােম্পানির সচিব মােহাম্মদ মনিরুল ইসলাম স্টকমার্কেট বিডিকে বলেন, চুক্তি অনুযায়ী আমরা বিপিডিবিকে আগামী ১৫ বছর ১১০ মেগাওয়াট বিদ্যুৎ দিব। এ কার্যক্রম শুরু করতে ১৫ মাস সময় নিয়েছি। তাই আগামী ১৫ মাসের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে যাবাে আমরা।

কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাহাতে স্থাপিত হবে। যার উৎপাদন ক্ষমতা হবে ১১০ মেগাওয়াট। এ কেন্দ্র থেকে সরকার প্রায় ৮.২৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে।

বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হলো বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আর পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান হলো কর্ণফুলী পাওয়ার লিমিটেড। ১১০ মেগাওয়াটের মধ্যে কর্ণফুলির ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে। এটি বারাকা পতেঙ্গার সহযোগী প্রতিষ্ঠান। বাকী ৪৯ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে বারাকা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *