ওয়েষ্টার্ণ মেরিনের ৪ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চারজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: সাকাওয়াত হোসেন নামে এক পরিচালক কোম্পানিটির ২,৭৮,৩৮৮ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪০,৬২,৫০০ টি শেয়ার রয়েছে।

আবু মো: ফজলে রশিদ নামে এক পরিচালক কোম্পানিটির ২,৫৫,০১৪ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৩৭,২২,৩৩৫টি শেয়ার রয়েছে।

সোহেল হাসান নামে এক পরিচালক কোম্পানিটির ৩,৩৯,৩৭৭ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪৯,৫৩,৭৩৬টি শেয়ার রয়েছে।

আরিফুর রহমান খান নামে এক পরিচালক কোম্পানিটির ২,৮৯,০৯৫ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪২,১৯,৭৯৮ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের শেষ দিন সূচকের পতনে চলছে লেনদেন

low indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০ পয়েন্টে।

এই সময়ে সিএসসিএক্স সূচক ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৩৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিং আইপিও আবেদন চলবে আরো ২ দিন

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে আরো ২ কার্যদিবস। যা শেষ হবে আগামী ২৭ মার্চ । ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ২৬ মার্চ সরকারী ছুটি থাকায় এই আবেদন আজ বৃহস্পতিবার বাদ দিলে রবিবার ও মঙ্গলবার চলমান থাকবে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি