আইসিবি ইসলামিক ব্যাংকের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ৪ অক্টোবর

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ব্যাংকটির সর্বশেষ তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

১৪ কোটি টাকার মেশিন কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কারখানার জন্য ১৪ কোটি টাকার নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য একটি এনসিলারি মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনটির দাম পড়বে ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ১ কোটি ১৪ লাখ টাকার অধিক মূল্যের একটি অত্যাধুনিক প্যাকেজিং মেশিন কিনবে।

এসব মেশিনের মোট দাম পড়বে প্রায় ১৪ কোটি টাকা। এসব অর্থ নিজস্বভাবে অর্থায়ন করা হবে।

মেশিনগুলোর বাৎসরিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ১৮০০ মেট্রিক টন। মেশিনগুলো কারখানায় যুক্ত হলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে বলে মনে করছেন মালিক পক্ষ ও শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইফাদ অটোসের শেয়ারহোল্ডারদের ১৮ কোটি টাকার নগদসহ বোনাস লাভ

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত নগদ লভ্যাংশটি কোম্পানিটির পরিচালকবৃন্দ ব্যতিত সাধারণ শেয়ারহোল্ডারদের প্রদান করা হবে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.০১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৮.২৫ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

ইফাদ অটোসের মোট ২২,৫৪,৪৬,০০০ শেয়ারের মধ্যে ১৪,১৫,১৬,৬৬৫ শেয়ার ধারণ করছে পরিচালকরা। কোম্পানিটি নগদ লভ্যাংশ বাবদ মোট ১৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

সাবমেরিন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৫.৩৮ টাকা।

আগামী ৮ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইতালিতে ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংকের রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার

DSC_0345স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানী ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল. এর উদ্যোগে প্রবাসীদের নিয়ে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ওয়াসেক আলী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির কান্ট্রি ম্যানেজার হামিদ আলমের সভাপতিত্বে ও সাংবাদিক খান রিপনের পরিচালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার অপারেশন ফরিদ আহমেদ ভুঁইয়া ও এডমিনিস্ট্রেশন অফিসার রাহাত জামান।

এ সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি’র বিভিন্ন এজেন্ট ও সাধারণ গ্রাহকদের বিভিন্ন রেমিটেন্স প্রেরণ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মোঃ সৈয়দ ওয়াসেক আলী।

তিনি বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃত পচিালিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি সব সময় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার দিকে লক্ষ রেখেই পরিচালিত হয়। সুতরাং রেমিটেন্স প্রেরনে আপনাদের যে কোন গঠনমূলক পরামর্শ আমরা অবশ্যই ভেবে দেখব।

তিনি আরো বলেন সমগ্র বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৭০টির অধিক শাখা এবং ২০টির অধিক ব্যাংকিং এজেন্টের মাধ্যমে সেবা প্রদান করে থাকে, এবং অচিরেই আরো ৭টি নতুন শাখা আপনাদের সেবায় শুভ উদ্বোধন করা হবে।

এ সময় আলোচনায় অংশনেন এফসিআই এজেন্ট সিরাজ পঞ্চায়েৎ, বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমূখ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইফাদ অটোসের বোর্ড সভা বিকালে

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫ দিনে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৩,৮৯৪ কোটি টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৯,৮২১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৫,৯২৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩,৮৯৪ কোটি টাকা বা এক শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২,৮৪৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৮৮৩ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৭৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১২৪.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৬.১৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৩.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের। আর ৬টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সংসদীয় কূটনীতির মাধ্যমে গ্রিন ইকোনমি প্রতিষ্ঠা সম্ভব: স্পিকার

spikarস্টকমার্কেটবিডি ডেস্ক :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এশিয়া-ইউরোপীয়ান পার্লামেন্টারী পার্টনারশীপ (আসেপ) একটি গুরুত্বপূর্ণ জোট। সার্বজনীন প্যারিস চুক্তির সর্বোত্তম বাস্তবায়নে আসেপ কার্যকর অবদান রাখতে পারে। একইসঙ্গে সংসদীয় কূটনীতি বিস্তারের মাধ্যমে এশিয়া ও ইউরোপের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে বৈশ্বিক গড় তাপমাত্রা স্থিতিশীল রেখে গ্রিন ইকোনমি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে পারে। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসন ও এসডিজি অর্জন সম্ভব হবে। যা খাদ্য নিরাপত্তা, বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করত সকল প্রকার বৈষম্য ও অসমতা নিরসন করবে।

আজ দশম এশিয়া-ইউরোপীয়ান পার্লামেন্টারি পার্টনারশীপ মিটিং (আসেপ-১০)-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, ব্রাসেলসে ইউরোপীয়ান পার্লামেন্টে চলমান “ক্লাইমেট চেঞ্জ : চ্যালেঞ্জ ফর মাল্টিল্যাটারালিজম” শীর্ষক প্ল্যানারি সেশনে আরো বক্তব্য রাখেন ইউরোপীয়ান পার্লামেন্টেের প্রেসিডেন্ট মি. অ্যান্তেনিও তাজানি, স্পেন পার্লামেন্টের ডেপুটি কংগ্রেস মিজ আনা মারিয়া পান্তোর জুলিয়ান, মঙ্গোলিয়ার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ইয়োনডন পেরিলি বাটার বিলেগ, গণচীনের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান মি. ঝ্যাং ঝিজু।

স্পিকার আরো বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিয়ে কাজ করাই সংসদ সদস্যদের মূল দায়িত্ব। আর এ ক্ষেত্রে আসেপ এশিয়া ও ইউরোপীয় সংসদ সদস্যদেরকে একত্রিতভাবে একই কন্ঠে কথা বলার সুযোগ করে দিয়েছে। পরে তিনি ইউরোপীয়ান পার্লামেন্ট আয়োজিত এক প্রেসব্রিফিং এ জলবায়ুর পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবেলার কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন।

সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

টার্গেট ছাড়িয়ে দেশে কর দাতা মানুষের সংখ্যা এখন ৩৩ লাখ : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ৩৩ লাখ মানুষ এখন কর দেয় বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘এক সময় আমাদের দেশে করদাতার সংখ্যা ছিল ১৪ লাখ। আমরা এ সংখ্যা ২০ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছিলাম। কিন্তু তা ছাপিয়ে বাংলাদেশে এখন করদাতার সংখ্যা ৩৩ লাখ। তবে তা অন্যান্য দেশের তুলনায় কম।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিফবি) এর ১১ সদস্যের টিম অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কর দাতারা বয়সে তরুণ। বিশেষ করে যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে তারা করা দেয় বেশি। এটা একটা আশাব্যাঞ্জক বিষয়। তবে অন্যান্য দেশে আমাদের দেশের তুলনায় করদাতার সংখ্যা আরও বেশি।’

এসময় ব্যাংক ঋণ খেলাপি কমাতে না পারার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে মুহিত বলেন, ‘এটি মানসিকতার বিষয়।’ গল্পে গল্পে তিনি বলেন, ‘একজন ঋণ খেলাপির সঙ্গে আমার কথা হয়েছিল অনেক বছর আগে। তিনি আমাকে বলেছিলেন, এই ব্যাংক ঋণ পেতে তিনি অনেক কষ্ট করেছেন। দ্বারে দ্বারে ঘুরেছেন। কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় করেছেন। এত কষ্ট করে টাকা পেয়েছি ফেরত দেব কেন? অনেকে মনে করেন এই টাকা আর ফেরত দিতে হয় না।’

ঋণ খেলাপিদের বিষয়ে পরবর্তী অর্থমন্ত্রীর জন্য কোনও পরামর্শ রেখে যাবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি নভেম্বরে অফিসিয়ালি পরমর্শ দাখিল করে যাবো।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাস্টমস ডিউটি ধাপে ধাপে কমানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড