মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম এ রব নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইপিওতে বিডিংকারীদের মানদণ্ডকে আরো ফলপ্রসূ করতে চায় বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এলিজিবল ইনভেস্টর (ইআই) হিসেবে বিডিংয়ে অংশগ্রহণ করতে পারে। তবে ইআই হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের যোগ্যতার মানদণ্ডকে আরো ফলপ্রসূ করতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য কারা কারা ইআই হতে পারবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্যোগে আয়োজিত বিনিয়োগশিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

গতকাল সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালউজ্জামান। সভাপতি ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। সেমিনারের দ্বিতীয় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) একেএম জিয়াউল হাসান খান।

এ সেশনে বিনিয়োগশিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর ভূমিকা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান ও ডিবিএর প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে দুটি বাজার রয়েছে। একটি হচ্ছে প্রাইমারি, আরেকটি সেকেন্ডারি। তবে সেকেন্ডারি বাজার নিয়ে আমাদের দুশ্চিন্তা বেশি। লেনদেনের সময় কোনো ধরনের কারসাজি হচ্ছে কিনা, এ ব্যাপারে বিএসইসিকে সবসময় সতর্ক থাকতে হয়।

তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, এজন্য আমাদের সার্ভিল্যান্সের মাধ্যমে প্রতিনিয়ত আমরা বাজার মনিটরিং করছি। তবে বাজারে কারসাজি নিয়ন্ত্রণের প্রাথমিক দায়িত্ব দুই স্টক এক্সচেঞ্জের। কারসাজিসহ যেকোনো ধরনের আইনি ব্যত্যয় চিহ্নিত, উদ্ঘাটন ও তদন্ত করে এ বিষয়ে বিএসইসির কাছে প্রতিবেদন পাঠানোর দায়িত্ব হচ্ছে স্টক এক্সচেঞ্জের। তাদের প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব কমিশনের।

আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির তালিকাভুক্তির সময় কমপ্লায়েন্স নিশ্চিত করার দায়িত্ব প্রথম ইস্যুয়ারের ওপর বর্তায় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপক ও নিরীক্ষকেরও দায়িত্ব রয়েছে। আইপিও অনুমোদনের সময় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিগুলোর বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বিএসইতে প্রতিবেদন পাঠায়। যতক্ষণ পর্যন্ত এসব অসঙ্গতি দূর না হয়, ততক্ষণ কমিশন আইপিও অনুমোদন করে না।

সেমিনারে প্রশ্নোত্তর পর্বে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য, এজিএম ও লভ্যাংশসংক্রান্ত বেশকিছু প্রশ্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইসিবি বন্ডকে শেয়ারবাজার বিনিয়োগ সীমার বাইরে রাখছে বিবি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ইস্যু করা সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগকৃত অর্থ ব্যাংকের শেয়ারবাজার বিনিয়োগ সীমার বাইরে থাকবে।

গত মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে আইসিবির সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কম্পানি আইন ১৯৯১-এর ২৬ ক (১) (খ) ধারার বিধান পরিপালন থেকে অব্যাহতি প্রদান করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অব্যাহতি প্রদান করে সংস্থাটি। গভর্নর ফজলে কবির ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

গত ১৭ জুলাই আইসিবিকে দুই হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে ছাড়ার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত বছর মেয়াদি এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ সীমা পাঁচ কোটি টাকা।

এত দিন শেয়ারবাজারের মাধ্যমে কেনা যেকোনো ধরনের বন্ড ব্যাংকের শেয়ারবাজার বিনিয়োগ সীমার অন্তর্ভুক্ত হতো। আইন অনুযায়ী, ব্যাংকগুলো তার আদায়কৃত বা পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের ২৫ শতাংশের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে না।

আইসিবির নন-কনভার্টেবল ফিক্সড রেট সাব-অর্ডিনেটেড এই বন্ডে বিভিন্ন ব্যাংক, ইনস্যুরেন্স কম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট হাউস এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিনিয়োগ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

‘শেয়ারবাজারে ২০১০-এর পরিস্থিতি আর হবে না’

Seminar Pic10 oct 18স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১১ সালে আমরা দায়িত্ব নেওয়ার পর ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান দিয়েছিলাম। আশা করছি নির্ধারিত সময়ের দুই বছর আগেই আমরা মাস্টারপ্ল্যানের কর্মসূচি শেষ করতে পারব। এই সময়ে শেয়ারবাজারের সুরক্ষা দিতে যতগুলো আইন করা দরকার সবই করেছি। আমি নিশ্চয়তা দিচ্ছি দেশের শেয়ারবাজারে ৯৬ কিংবা ২০১০-এর মতো পরিস্থিতি আর হবে না। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক মো. হেলাল নিজামী এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘শেয়ারবাজার সবার জন্য নয়। এখানে বিনিয়োগের আগে এই বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা মুনাফা উত্তোলনের জন্য যেমন সবচেয়ে উত্তম তেমনি পুঁজি হারানোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। তাই শেয়ারবাজারে বিনিয়োগের আগে বুঝেশুনে করতে হবে।’

তিনি গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত ‘ইনভেস্টর প্রোটেকশন এজ পার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সিএসই চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার শামসুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন, সিএসই পরিচালক ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সায়েদুর রহমান, সিএসই পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। সূচনা বক্তব্য দেন সিএসই ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

সিএসই পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘মেয়ের বিয়ের আগে যেমন হাজারবার চিন্তা করেন, তেমনি শেয়ারবাজারে নিজের টাকা কোনো শেয়ারে বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। সন্তানের ভবিষ্যৎ, পরিবারের সুরক্ষা কিভাবে করবেন সেটা আপনিই ভালো বুঝবেন।’

স্টকমার্কেটবিডি.কম/বি