সঞ্চয়পত্রে সুদ বেশি থাকায় মানুষ শেয়ারবাজার বিমুখ : আবু আহমেদ

abu ahmedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের সুদের হার বেশি থাকায় সবাই শেয়ারবাজারবিমুখ হয়ে পড়ছে। অনেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনছে। ভালো কোম্পানি না আসায় দুর্বল কোম্পানির সংখ্যা বেশি হয়েছে। চাহিদার তুলনায় শেয়ার সরবরাহ বেশি হয়েছে। এতে বাজারে ক্রেতার তুলনায় বিক্রেতা বেড়েছে। তারল্য সংকটে টানা দরপতনের মুখে পড়েছে শেয়ারবাজার। সম্প্রতি একটি জনপ্রিয় দৈনিক পক্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আবু আহমেদ বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত পাঁচ বছরে অনুমতি পাওয়া দুই-একটি বাদে ভালো কোনো কোম্পানি বাজারে আনতে পারেনি। ফলে যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসছে, প্রিমিয়ামে টাকা নিয়েছে, সেসব কোম্পানির শেয়ারের মূল্য তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। আস্থার সংকটে বিনিয়োগকারীদের একটি বড় অংশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছে। তিনি বলেন, বাজারে তারল্য সংকটের আরেকটি বড় কারণে প্লেসমেন্ট বাণিজ্যে প্রায় তিন হাজার কোটি টাকা বাজার থেকে বের হয়ে গেছে। আবার অনেক কোম্পানি অযথা বোনাস শেয়ার লভ্যাংশ দিচ্ছে। এসব কারণে বাজারে দুর্বল শেয়ারের সরবরাহ বাড়ছে। এসব শেয়ার কিনে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, গ্রামীণফোন টেলিকম খাতের একমাত্র কোম্পানি বাজারে তালিকাভুক্ত। সরকারসহ প্রায় ৪০ হাজার বিনিয়োগকারীর কাছে প্রতিষ্ঠানটির শেয়ার রয়েছে। অথচ বিটিআরসি গ্রামীণফোনের ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন বাধানিষেধ আরোপ করেছে। যা প্রতিষ্ঠানটির শেয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউনাইটেড পাওয়ারের শেয়ার নিয়ে গুজব ছড়ানো হয়েছে। শেয়ার কারসাজিতে জড়িতরা এই গুজব তৈরি করছে। বাজারের মোট শেয়ারের একটা বড় অংশ হচ্ছে গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। এ কোম্পানিগুলোর শেয়ার দর কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে শেয়ারবাজার। তিনি আরও বলেন, এক মাস ধরে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি করেছে। বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বাজার পরিস্থিতি মূল্যায়ন করবে। কিন্তু এক্ষেত্রে তারা সেটা করেনি।

আবু আহমেদ বলেন, অনেক কোম্পানি শেয়ারবাজার থেকে উচ্চ প্রিমিয়াম নিয়ে স্পন্সর শেয়ার বিক্রি করেছে কিন্তু এখন তাদের কারখানা বন্ধ। বিএসইসি কোনো পদক্ষেপ নেয়নি এসব কোম্পানির বিরুদ্ধে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা জানিয়েছে। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিএসইসির কথা বলা উচিত। কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তা খতিয়ে দেখে শেয়ারবাজারে বিদেশি বড় কোম্পানিগুলো তালিকাভুক্ত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. ফরচুন সুজ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. এস্কোয়ার নিট কম্পোজিট
  6. গ্রামীনফোন লিমিটেড
  7. রেকিট বেনকাইজার
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. ইষ্টার্ণ ক্যাবলস
  10. বিএটিবিসি লিমিটেড।

সূচকের বড় উত্থান হলেও লেনদেন বেড়েছে সামান্য

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ১৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৭৪ কোটি ৮৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এস্কোয়ার নিট কম্পোজিট, গ্রামীনফোন লিমিটেড, রেকিট বেনকাইজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ক্যাবলস ও বিএটিবিসি লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৯.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩০৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দ্রুত উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় বাংলাদেশ : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাঁচটি অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির আপডেড প্রকাশকালে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মাত্রা ৭ দশমিক ৮ শতাংশ নিয়ে প্রথম স্থানে আছে রুয়ান্ডা।
এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.৩ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ ধরা হয়।

যা বাংলাদেশ সরকার ঘোষিত কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশের কাছাকাছি।

এছাড়া প্রতিবেদনে আইএমএফ প্রধান গীতা গোপীনাথ বলেছেন, বর্তমান বিশ্ব অর্থনীতি ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে দেখানো হয়, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ যা গত বছরের তুলনায় কম।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফাইন ফুডসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৮ এপ্রিল

fineস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৯ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১৮ এপ্রিল

bni-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ ব্যাংকের ২০১৮ সালের লভ্যাংশ ঘোষণা

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ‌১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

এ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) হয়েছে ৪.২২ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১.৬৭ টাকা।

আগামী ২৩ মে ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং র্থিক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

এ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) হয়েছে ১.৭৩ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.২৩ টাকা।

আগামী ২০ মে ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/