ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৫৩ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৩০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো ফার্মা ১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, আমান ফিড, ব্যাংক এশিয়া, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম-২, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, ইনটেক, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার,ম্যাকসন্স স্পিনিং, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস,স্কয়ার ফার্মা, ইউসিবি ও ওয়ালটন  হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  2. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  3. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  4. বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
  5. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  6. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
  7. রূপালী ইন্স্যুরেন্স
  8. পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড।

সূচক কমলেও বেড়েছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকে পতন লক্ষ করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৬৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ০৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ০১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেফোডিল কম্পিউটারস ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রাজস্ব আদায়ে দুই মাসে ঘাটতি ১১ হাজার কোটি টাকা

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজস্ব আদায়ে গতি নেই। এখনো করোনার প্রভাব অব্যাহত রয়েছে। ব্যবসা-বাণিজ্য সচল হতে শুরু করলেও আগের মতো চাঙাভাব নেই। ফলে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না। অর্থবছরের প্রথম দুই মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। এমনকি গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় এবার ৫০ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছেন শুল্ক-কর কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসে ৩০ হাজার ১৬৩ কোটি টাকা শুল্ক-কর আদায় হয়েছে। এই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৯৪৭ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১০ হাজার ৭৮৫ কোটি টাকা।

করোনার কারণে এখনো রাজস্ব আদায় স্বাভাবিক পর্যায়ে আসেনি। অথচ চলতি ২০২০-২১ অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। ফলে এনবিআরকে গতবারের চেয়ে ৫০ শতাংশের বেশি রাজস্ব আদায় করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১১ অক্টোবর

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তুিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সােড় ৩ টা ও পৌনে ৪টায় রাজধানীর তেজগাঁতে অবস্থিত কোম্পানির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৪ অক্টোবর এই বোর্ড সভাটি আহবান করা হলে সেদিন তা স্থগিত করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এ

কেডিএস এক্সেসরিজের বাৎসরিক বোর্ড সভা আহবান

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ অক্টোবর আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

অক্সিজেন এসোসিয়েটেডের আবেদন ৩১গুণ : লটারি ৭ অক্টোবর

associatedoxygenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারি আগামী কাল ৭ অক্টোবর শুরু হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার তুলনায় ৩১.৪৬ গুণ বেশি জমা পড়েছে। এজন্য লটারির মাধ্যমে আইপিও শেয়ারগুলো বন্টন করবে কোম্পানিটি।

আগামীকাল ৭ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এই লটারি অনুষ্ঠিত হবে।

কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয় ১০ অক্টোবর থেকে। এই আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার মূল্যের সমপরিমাণ বা ৫০০০ টাকা করে জমা দেয় বিনিয়োগকারীরা।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচবাবদ ব্যয় করা হবে।

২০১৯ সালে ৩০ জুন পর্যন্ত এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দেখানো হয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

স্টকমার্কেটবিডি.কম/

দি পেনিনসুলা চিটাগংসের বাৎসরিক বোর্ড সভা আহবান

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের প্রতিষ্ঠান দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় ৩০ মিনিট চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

 

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার হস্থান্তরের ঘোষণা

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা তার স্ত্রীকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা সায়দুর রহমান তার কাছে থাকা ৫ লাখ শেয়ার হস্থান্তর করবেন। তার হাতে মোট ৫ লাখ ০৬ হাজার ৭৩৪টি শেয়ার রয়েছে।

তিনি তার স্ত্রী মিসেস তাহমিনা রহমানকে এসব শেয়ার দিবেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

 

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি : শ্রম প্রতিমন্ত্রী

000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। মূলত সাময়িক উৎপাদন বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব মিলগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনা হবে। কারও উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার জন্য শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান।

আজ সোমবার বিকালে খুলনা বিভাগীয় শ্রম অফিসের সম্মেলনকক্ষে সরকারি সিদ্ধান্তে সময়িক বন্ধ থাকা খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনা, পাট চাষীদের কথা বিবেচনায় নিয়ে এবং ব্যবসা ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহকে অবশ্যই চালু রাখবে সরকার। জিটুজি, পিপিপি অথবা লিজিং ব্যবস্থাপনায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে। মিলসমূহ চালু হলে দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে সেখানে চাকুরি পাবেন। মিলগুলোর উৎপাদন বন্ধ এই সুযোগে কেউ যেন যন্ত্রপাতি মিলের বাইরে নিয়ে যেতে না পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসন এবং শ্রমিকদের সতর্ক থাকার তাগিদ দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, করিম জুটমিলের শ্রমিকদের পাওনা অর্ধেক চেকের মাধ্যমে এবং অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হবে। অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের পাশে আছে, ধৈর্য্য ধরুন। শ্রমিকদের কল্যাণে নেয়া সরকারের এ উদ্যোগে কোন শ্রমিকই ক্ষতিগ্রস্থ হবেন না, বরং লাভবান হবেন। এ মাসের মধ্যেই একাধিক পাটকলের শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হবে।

শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা-পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম। খুলনা বিভাগীয় শ্রম অফিস এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/