দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : বিপিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি জানিয়েছে, বর্তমানে দেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের কোনো সংকট নেই।

আজ রবিবার বিপিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ ও ৮ মে বিভিন্ন গণমাধ্যমে দেশের উত্তরাঞ্চলে পেট্রল ও অকটেনের সংকটের বিষয়ে প্রকাশিত সংবাদ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

বিপিসি এর আওতাধীন তেল বিপণন কম্পানির মাধ্যমে সারাদেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রেখেছে।

বর্তমানে দেশে অকটেন ও পেট্ করপোরেশন বিপিসি জানিয়েছে, বর্তমানে দেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের কোনো সংকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১ ২ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর তেজগাঁও প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর তেজগাঁও প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিএটিবিসির ১ম প্রান্তিক বোর্ড সভা ১২ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএটিবিসি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিক বোর্ড সভা আগামী ১২ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধা ৭ রাজধানীর সাভারে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দিনশেষে লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬২ লাখ টাকার।

জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেলের ২৯ কোটি ৪২ লাখ, আইপিডিসির ২৯ কোটি ৯৬ লাখ, ওরিয়ন ফারমার ২৪ কোটি ৫৪ লাখ, ইফাদ অটোসের ২৩ কোটি ৫০ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৯ কোটি ৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৮ কোটি ২৫ লাখ ও ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেডের ১৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  2. বেক্সিমকো লিমিটেড
  3. জিপিএইচ ইস্পাত
  4. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  5. আইপিডিসি
  6. ওরিয়ন ফার্মা
  7. ইফাদ অটোস
  8. সাইফ পাওয়ারটেক
  9. জেনেক্স ইনফোসিস
  10. ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেড।

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে হাজার কোটি টাকার কাছাকাছি অবস্থান করছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির, আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-জেএমআই হসপিটাল রিকুইজিটি, বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, আইপিডিসি, ওরিয়ন ফার্মা, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস ও ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুৎ কেনার অনুমতি পেলো ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সরকারের কাছ থেকে বিদ্যুৎ কেনার অনুমতি পেলো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি আগামী ২ বছরের জন্য নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করবে। গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি কার্যকর হয়েছে।
কোম্পানির দুই সহযোগী ইতিমধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে। ওরিয়ন ফার্মা প্যারেন্ট কোম্পানি হওয়ায় বিপিডিবি কোম্পানির ইপিএস, এনএভি ও এনওসিএফপিএস দেখে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
তাতে কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ কেনার অনুমতি দিয়েছিল।
//

এক্সিম ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি