ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯.৫৮ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩.৯৮ টাকা।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরটিজিএসতে প্রথম দিনে ৫২টি লেনদেন নিষ্পত্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্যমে প্রথম দিনেই বৈদেশিক মুদ্রায় ৫২টি লেনদেন নিষ্পন্ন হয়েছে। গতকাল রবিবার এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি মুদ্রার তাৎক্ষণিক লেনদেন সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীসহ খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ভেতরে দেশীয় মুদ্রায় এক লাখ ও এর বেশি অঙ্কের টাকা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করতে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস ব্যবস্থা চালু করে। গতকাল এই ব্যবস্থায় বিদেশি মুদ্রা তাৎক্ষণিক লেনদেন সেবা চালু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের ভেতরে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানি ইয়েন, কানাডীয় ডলারের আন্তব্যাংক নিকাশ কার্যক্রম শুরু হয়েছে। শিগগির এতে যুক্ত হবে চীনের ইউয়ান।

এত দিন ব্যাংক কর্মকর্তারা চেক নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিতেন। এরপর নিকাশ কার্যক্রম সম্পন্ন হতে বেশ সময় লেগে যেত।

এখন তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হবে। বিদেশি মুদ্রায় যেকোনো পরিমাণ লেনদেন এতে নিষ্পত্তি করা যাবে। যদিও দেশীয় মুদ্রায় এক লাখ টাকার বেশি নিষ্পত্তি করা যায়। ব্যাংকাররা বলছেন, বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক লেনদেন সুবিধা চালুর ফলে ব্যাংকগুলো প্রয়োজনমতো বৈদেশিক মুদ্রা দিনে দিনে ব্যবহার করতে পারবে। প্রয়োজন অনুসারে বেড়ে যাবে বৈদেশিক মুদ্রার ব্যবহার। এক দিনেই একই মুদ্রা কয়েক ব্যাংকের প্রয়োজনে ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, এই ব্যবস্থা চালুর ফলে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

আরটিজিএস হলো একটি স্বতন্ত্র লেনদেন প্ল্যাটফর্ম। এর সঙ্গে অন্য কোনো প্ল্যাটফর্মের সম্পর্ক নেই। এ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির জন্য একটি বৈদেশিক মুদ্রার হিসাব খুলতে হবে। এখান থেকে কেবল ডলারের বিপরীতে ডলার, ইউরোর বিপরীতে ইউরো লেনদেন নিষ্পত্তি করা যাবে। এক মুদ্রার বিপরীতে অন্য বৈদেশিক মুদ্রা নিষ্পত্তি করা যাবে না। একটি লেনদেনে ব্যাংক সর্বোচ্চ ১০০ টাকা মাশুল নিতে পারবে। বর্তমানে দেশের ব্যাংকগুলোর বেশির ভাগ শাখা আরটিজিএসের সঙ্গে যুক্ত।

স্টকমার্কেটবিডি.কম///

মাত্র ১০ দিনে অনলাইনে রিটার্ন জমা ৪৬৭১টি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাত্র ১০ দিনে সাড়ে চার হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর রিটার্ন প্রস্তুত করেছেন পাঁচ হাজারের বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হালনাগাদ চিত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের অক্টোবর মাসে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্নের ব্যবস্থা ব্যাপকভাবে চালু করে এনবিআর।

এ বছর অনলাইনে রিটার্ন জমা শুরু হয় গত ২৫ আগস্ট। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে ৪ হাজার ৬৭১ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। প্রতিদিন গড়ে ৪৬৭ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ১০ দিনে রিটার্ন প্রস্তুত করেছেন ৫ হাজার ২৭০ জন করদাতা। তাঁরা পরে রিটার্ন জমা দেবেন। সব মিলিয়ে এই সময়ে অনলাইনে রিটার্ন জমা ও অন্যান্য সেবার জন্য ১ লাখ ১৮ হাজার ২৮১ জন নিবন্ধন নিয়েছেন।

এ বিষয়ে অনলাইন ব্যবস্থা চালুর সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একজন শীর্ষ কর কর্মকর্তা বলেন, ‘প্রথম ১০ দিনে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, চলতি বছরে পাঁচ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেবেন।’ উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যায়।

গত অর্থবছরের ১০ অক্টোবর অনলাইনে রিটার্ন জমার সুবিধা চালু করে এনবিআর। গতবার সব মিলিয়ে প্রায় ৭২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, এ বছর আয়কর আইনজীবীদের অনেকেই মক্কেলদের বার্ষিক রিটার্ন প্রস্তুত করছেন। তাঁরা জমা না দিলেও এই অনলাইন সুবিধায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব-নিকাশ করে ফেলছেন। কর আইনজীবীরা এখন অনলাইন রিটার্ন ব্যবস্থায় ঝুঁকছেন।

৫১ কোটি টাকা খরচ করে ২০১৬ সালে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছিল। চার বছর চালু থাকার পর ২০১৯ সাল পর্যন্ত তা চলে। ওই সময় প্রতিবছর পাঁচ-ছয় হাজার করদাতা বার্ষিক রিটার্ন জমা দিতেন। ২০১৯ সালের পর আর কেউ অনলাইনে রিটার্ন দিতে পারেননি। এই প্রকল্পের ঠিকাদার ভিয়েতনামের প্রতিষ্ঠানও কাজ বুঝিয়ে না দিয়ে চলে গেছে। পরে ২০২০ সালের নভেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের একটি বিশেষ দল মাত্র দুই কোটি টাকা খরচ করে নতুন অনলাইন ব্যবস্থা চালু করে।

স্টকমার্কেটবিডি.কম///

আমদানি বাড়ায় বড় বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাসে বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। রপ্তানি আয়ের তুলনায় অনেক বেশি টাকার পণ্য আমদানি হওয়ায় জুলাই মাসে এই বাণিজ্য ঘাটতি হয়েছে। চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনেও ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, জুলাই মাসে দেশের আমদানি ও রপ্তানি—দুটিই বেড়েছে। তবে রপ্তানির চেয়ে আমদানি বেড়েছে অনেক বেশি। আর তাতেই এমন বড় ঘাটতি হয়েছে বৈদেশিক বাণিজ্যে।

জুলাই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার সমান ৯৫ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের (জুলাই) একই সময়ের চেয়ে এই বছর ৬২ কোটি ৮০ লাখ ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বহির্বিশ্বের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮১ মিলিয়ন ডলার বা ১৯৮ কোটি ১০ লাখ ডলার। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল এক হাজার ৩৫৩ মিলিয়ন বা ১৩৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের জুলাই মাসের চেয়ে চলতি অর্থবছরের জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৬২ কোটি ৮০ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

সূচকের পতনের সাথে কমেছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৩১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪০০ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৯৬ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৩টির, আর দর অপরিবর্তিত আছে ৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেএমআই হসপিটাল রিকুইজিটি, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, ইষ্টার্ণ হাউজিং, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বিডি ও মালেক স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৭.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ও সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

  1. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  2. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল
  3. ইষ্টার্ণ হাউজিং
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ওরিয়ন ফার্মা
  6. জেনেক্স ইনফোসিস
  7. ন্যাশনাল পলিমার
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. লাফার্জ হোলসিম বিডি
  10. মালেক স্পিনিং মিলস লিমিটেড।

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় নাহি এলুমিনাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৪ লাখ টাকার।

ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ৫৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকোর ৫৩ কোটি ৫৭ লাখ, ওরিয়ন ফার্মার ৩৪ কোটি ৮৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩৩ কোটি ৯০ লাখ, ন্যাশনাল পলিমারের ৩২ কোটি ৯৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৯ কোটি ৯২ লাখ , লাফার্জ হোলসিম বিডির ২৭ কোটি ৩৩ লাখ ও মালেক স্পিনিং মিলসের ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

ফারইস্ট ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর, রবিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/আর