৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এই সুবিধা ২০২৩ সা‌লের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সারওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। ডলার সংকটের কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ প্রদান করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

দাম বাড়ল টিসিবির ২ পণ্যের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল থেকে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হতে যাচ্ছে। এর আগে, এক দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নির্ধারণ নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে।

তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

গণমাধ্যমকে চিনি ও ডালের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির। তিনি জানান, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে।

বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কাল মহাখালী কমিউনিটি সেন্টারে টিসিবির ডিসেম্বরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

স্টকমার্কেটবিডি.কম////

রূপালী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আইসিবির ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেষ্টমেন্ট করপােরেশন অফ বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

কারসাজির জন্য হামদুল ও নিকটাত্মীয়দের ২৬ কোটি টাকা জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মার্চেন্ট ব্যাংক বাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হামদুল ইসলাম ও তার পাঁচ নিকটাত্মীয়কে ২৬ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পাশাপাশি হামদুল ইসলামকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার নিকটাত্মীয়দের জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত বিও হিসাব থেকে অর্থ উত্তোলন ও লিংক হিসাবের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত নভেম্বর মাসে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে, চার কোম্পানির প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারিতে সম্পৃক্ততা পাওয়ায় মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা, তার স্ত্রী শাহীদা আরাবীকে ২ কোটি টাকা, বড় ভাই সাইফুল ইসলাম হেলালিকে ৪ কোটি টাকা, বোন হোসনে আরাকে ৩ কোটি টাকা, বোনের স্বামী এমদাদুল হককে ৪ কোটি টাকা এবং শ্বশুর আব্দুস সুলতানকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যালস; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  মুন্নু সিরামিকসের ২১ কোটি ৬৪ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ২১ কোটি ৫৫ লাখ, বাংলাদেশ শিপিং করপােরেশনের ২১ কোটি ১২ লাখ, ওরিয়ন ফার্মার ১৯ কোটি ৩৩ লাখ, আমরা নেটওয়ার্কসের ১৭ কোটি ৭৪ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ১৫ কোটি ৫৮ লাখ ও আইটি কনসালটেন্সি লিমিটেডের ১৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে লেনদেনের সাথে সূচক বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৪১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৯টির, আর দর অপরিবর্তিত আছে ২৫৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সালভো কেমিক্যালস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিকস, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং করপােরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, এ্যাডভেন্ট ফার্মা ও আইটি কনসালটেন্সি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল টী ও ব্যাংক এশিয়া লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

  1. সালভো কেমিক্যালস
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. জেনেক্স ইনফোসিস
  4. মুন্নু সিরামিকস
  5. বসুন্ধরা পেপার মিলস
  6. বাংলাদেশ শিপিং করপােরেশন
  7. ওরিয়ন ফার্মা
  8. আমরা নেটওয়ার্কস
  9. এ্যাডভেন্ট ফার্মা
  10. আইটি কনসালটেন্সি লিমিটেড।

ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বুধবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ICICL” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ২৫৭৫৬ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লিব্রা ইনফিউশনের তিন প্রান্তিকের বোর্ড সভা আহবান

 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশন লিমিটেডের তিন প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ ২০২১ সালের ১ম, ২য় ও ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা থেকে ৪টায় রাজধানীর মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই তিনটি প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/