আইওএসকো’র সভা শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় শুরু হতে যাচ্ছে অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা। এ সভা শুরু হবে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে ঢাকার বনানীতে শেরাটন হোটেলে। আইওএসকো বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন।

এই সভা দেশের শেয়ারবাজারে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিএসইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরা হয়। এসময় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসইসি’র দায়িত্বশীল কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ২২ ও ২৩ ফেব্রুয়ারি (বুধ-বৃহস্পতিবার) দুই দিনব্যাপী প্রথমবারের মতো আইওএসকো’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা হচ্ছে।

সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া সভায় আইওএসকো’র সচিবালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক ফারহানা ফারুকী।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *