আইটিসির জমি ক্রয় ও ভবন নিমার্ণের সিদ্ধান্ত

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড রাজধানীতে জমি ক্রয় ও বহুতল ভবন নিমার্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

কোম্পানিটি ঢাকায় তেজগাঁ বাণিজ্যিক এলাকায় মোট ২০.০৬৫ কাঠা জমি কিনবে। এসব জমির দাম ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। যা কোম্পানির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে।

আর এই জমিতেই আইটিসি টাওয়ার নামে একটি অত্যাধুনিক ও বহুতল ভবন নির্মাণ করা হবে। আইটি অবকাঠামো ও ডেটা সেন্টারসহ এই ভবনটি নিমার্ণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮০ কোটি টাকা।

এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। আগামী ২৬ এপ্রিল ইজিএমটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *