আরএকে সিরামিক্সের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক শিল্প খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানীটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৪ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানীটির শেয়ার প্রতি আয় ছিল ১.০১ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৫১ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ১৭.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *