‘আরও ছয়টি জাহাজ যুক্ত হবে বিএসসি’র বহরে’

202536_bangladesh_pratidin_hahjahan_longস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। চীন থেকে ৬টি সমুদ্রগামী জাহাজ আমদানি প্রক্রিয়ার বাইরে সরকার আরও ৬টি জাহাজ বিএসসি’র বহরে সংযোজনের অনুমোদন দিয়েছে। কারণ বিএসসির জাহাজ বিশ্বের বন্দরগুলোতে জাতীয় পতাকা বহন করে। তাই দেশের পরিচিতি ও ভাবমূর্তি উজ্জ্বলের জন্য বিএসসির উত্তরোত্তর উন্নয়ন অব্যাহত রাখা আবশ্যক।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে রামপাল, মাতারবাড়ী-মহেশখালী, পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হচ্ছে। এসব কয়লা, এলএনজি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানি তেল পরিবহনের জন্য বিভিন্ন আকার ও ধরনের জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বলেন, সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে বস্নুইকোনমির পথ সুগম হয়েছে। আমরা ২৫টি জাহাজ বিএসসির বহরে রাখতে চাই। আগামী ২ বছরে ১০টি নতুন জাহাজ বিএসসির বহরে যুক্ত করার অনুমোদন দিয়েছে বর্তমান সরকার। ইতিমধ্যে দুইটি নতুন সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে চারটি জাহাজ আসবে। বিএসসি এখন লাভজনক প্রতিষ্ঠান।

তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আমাদের আহবান, তারা যেন বেশি বেশি সমুদ্রগামী জাহাজ কিনে। সরকার জাহাজ আমদানির ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে।

বিএসসির সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ, শেয়ার হোল্ডার কবির আহমেদ চৌধুরী প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *