ইআরএফের নতুন সভাপতি রিনভী, সাধারণ সম্পাদক রাশিদুল পুননির্বাচিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক পুনর্নিরবাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ফলাফল ঘোষণা করেন।

ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দেন। শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। বিনাপ্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা এএফপি’র ব্যুরো চিফ এম শফিকুল আলম। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বনি্দ্বতায়) নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক। এ ছাড়া চারটি সদস্য পদে বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

এর আগে ২০১৮-১৯ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *