ইইউ ত্যাগ করতে অনীহা ৫২ ভাগ ইংল্যান্ডের নাগরিক

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুতি অনেকদূর এগিয়ে গেছে। এর মধ্যেই আবার জনমত জরিপে দেখা গেছে, ব্রেক্সিটের প্রতি ব্রিটিশদের অনীহা বেড়েছে।

জরিপ সংস্থা বিজিএম রিসার্চের নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকতে চাইছে।

এ অবস্থায় আরেকটি গণভোট হলে ব্রিটেনের জনগণ ইউরোপের সঙ্গেই থাকতে মত দিতে পারে বলে অনুমান করছেন নীতিনির্ধারকরা। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মন্ত্রী-এমপিদের অনেকেই দ্বিতীয় ভোটের দাবি জানিয়েছেন।

৪৪ বছর ইইউর সঙ্গে থাকার পর গত বছরের ২৯ মার্চ ব্রাসেলসে জোটের বিধি অনুযায়ী তেরেসা মের সরকার জোট থেকে বের হয়ে যাওয়ার পত্র পেশ করে। এজন্য একটি গণভোটেরও আয়োজন করা হয়, যেখানে ব্রিটিশরা ইইউ থেকে বেরিয়ে যেতে মতপ্রকাশ করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *