ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জরিমানা করলো আইডিআরএ

union-smbdস্টকমার্কেট ডেস্ক :

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা আইন লঙ্ঘন করে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ করায় প্রতিষ্ঠাটিকে সম্প্রতি এ জরিমানা করা হয়েছে।

গত ১ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ, একচুয়ারির সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জরিমানার এ সিদ্ধান্ত জানানো হয়। শুনানিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু ও ভাইস চেয়ারম্যান প্রফেসর এম এম কামালুদ্দিন চৌধুরীসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিয়ন ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ আতাউর রহমান কোম্পানির চুক্তিপত্র ও বীমা অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী ২০০৮ সালের জুন থেকে ২০১৩ সালের মে পর্যন্ত পাঁচ বছর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর পর থেকে পরিচালনা পর্ষদ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শেখ আবদুর রফিককে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়। সে হিসেবে প্রায় দুই বছর পদটি শূন্য আছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *