ইন্দো-বাংলা ফার্মার পাবলিক সাবস্ক্রিপশনের শেষদিন আজ

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবলিক সাবস্ক্রিপশন শেষ দিন আছ । গত বৃহস্পতিবার হতে এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এই পাবলিক সাবস্ক্রিপশন শেষ হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও আবেদনের জন্য শেয়ারের লট মূল্য নির্ধারণ হয়েছে ৫০০০ টাকা। নির্ধারিত সময়ে এ পরিমাণ টাকা অনুমোদিত হাউজগুলোতে আইপিও আবেদন জমা দিতে হবে।

বিএসইসির ৬১৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে । আর কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানা, প্রশাসিনক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *