ঈদের আগে কোনো পণ্যের দাম বাড়বে না : সাঈদ খোকন

Sayeed-khakanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহার আগে কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের চেয়ে কম আছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদের আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না। এছাড়া মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, বাজার পরিদর্শন করে দেখা গেছে- পেঁয়াজ, রসুন, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে বেশ খানিকটা কম। সম্মিলতভাবে উত্তর-দক্ষিণের সব কাঁচাবাজারে মনিটরিং টিম রাখার ব্যবস্থা করছি, যেন কোনোক্রমেই মসলার বাজার নাগালের বাইরে না যায়। তবে এবার নিঃসন্দেহে বলতে পারি মসলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, ডিএনসিসির আঞ্চলিক (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *