ঈদে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বেশি সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। সেইসাথে বেড়েছে সেতুতে টোল আদায়ের পরিমাণ। ঈদের ছুটিতে সেতু দিয়ে ১ লাখ ৬৫ হাজার ৩১৯ টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা।

শনিবার (৬ এপ্রিল) রাত ১২ টা হতে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত পাঁচদিনে বঙ্গবন্ধু সেতুতে ওই টোল আদায় হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে সেতুতে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

এদিকে মহাসড়কে এ বছর ঈদযাত্রা প্রায় ভোগান্তিমুক্ত ছিল। তবে ঈদের দুইদিন আগে অর্থ্যাৎ মঙ্গলবার রাত হতে দুপুর পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।

সাথে ছিল তীব্র গরম ও ধুলাবালি। পরে মহাসড়কে ভোগান্তি লাঘবে বঙ্গবন্ধু সেতু একমুখীকরণ ও সেতুর পশ্চিমপাড়ে ঢাকামুখী পরিবহন থেকে টোল আদায় বন্ধ রাখায় ভোগান্তি কমেছে উত্তর পথের ঈদযাত্রায়।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *