এখন পাকিস্তানে ১ ডলার= ২২৮ রুপি!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মান হারাতে থাকা পাকিস্তানি রুপি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলেই দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ডন। মঙ্গলবার ডলারের দাম কমেছে দশ রুপি।

মঙ্গলবার ১ ডলার ২৩৮ রুপিতে বিক্রি হলেও আজ বুধবার ২২৮ রুপিতে বিক্রি হচ্ছে ডলার। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে পাকিস্তানের অর্থনীতিতে। তবে সেই স্বস্তি কতোটা স্থায়ী হবে সে নিয়েও আছে নানা শঙ্কা।

পাকিস্তান ফরেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক বোস্তান জানিয়েছেন, জুলাই মাসে আমদানি বিল কম হওয়ায় রুপির ওপর চাপ অনেকটা কমেছে।
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সাংবাদিক খুররাম খান ডনকে বলেছেন, আমদানি বিল কমে আসায় ‍রুপি ঘুরে দাঁড়াতে পেরেছে। তিনি বলেন, ‘অগস্টেও তেল বিষয়ক পরিশোধ আরও কমতে পারে।’

তবে রুপি এই উন্নতি কতোদিন ধরে রাখা যাবে সে নিয়েও শঙ্কিত পাকিস্তানের অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ, তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান সঙ্কটে নতুন মাত্রা দিতে পারে বলে শঙ্কা রয়েছে।

সূত্র: ডন

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *