এজিবি কলোনীতে এসএস স্টিল আইপিও লটারির ড্র আজ

ss still fস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনস্ট্রাকশন রড উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএস স্টিল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বরাদ্দের লটারির ড্র আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির লটারির ড্র রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, মতিঝিলে অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করার সময় শেষ হয়। কোম্পানিটি আইপিওতে ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করছে, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ১ কোটি শেয়ার। এর বিপরীতে অনেক বেশি গুণ আবেদন জমা পড়ায় বিধি অনুসারে লটারির মাধ্যমে শেয়ার আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হবে।

গত জুলাইয়ে আইপিও অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে এসএস স্টিল। সংগৃহীত অর্থে যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিওর ব্যয় নির্বাহে খরচ করবে কোম্পানিটি।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১২ টাকা। আর পুনর্মূল্যায়নের পর এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৩৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২০ পয়সা। আর ভারিত গড় হারে ইপিএস দাঁড়ায় ৮২ পয়সা।

আইপিও প্রসপেক্টাস অনুসারে, এসএস স্টিল ২০০১ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় কোম্পানিটির কারখানা অবস্থিত।

এসএস স্টিলের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। নিরীক্ষক ম্যাবস অ্যান্ড জে পার্টনারস।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *