এনভয় টেক্সটাইলস ও আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি। এর মধ্যে এনভয় টেক্সটাইলস ২০০ কোটি টাকা ও আলিফ ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। গতকাল বিএসইসির ৮২৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনভয় টেক্সটাইলস বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় এবং ঋণ পুনঃঅর্থায়ন করবে।

অন্যদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে তালিকাভুক্ত একটি কোম্পানির অংশীদারত্ব গ্রহণ, ওই কোম্পানির ব্যাংক দায় পরিশোধ, ওই কোম্পানির মেশিনারি ক্রয়, ওয়ার্কিং ক্যাপিটাল ও বন্ড ইস্যুসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে। বন্ড দুটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *