এসকোয়ার কম্পোজিট বিডিংয়ে সর্বনিন্ম দর নেমেছে ১৫ টাকায়

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং চলছে। এখন পর্যন্ত বিডিংয়ে প্রস্তাবিত দর নেমে এসেছে ১৫ টাকায়। শুরুতেই শেয়ারটির প্রস্তাবিত দর ছিল সর্বোচ্চ ৪৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার রাত ৮টা পর্যন্ত বিডিংয়ে সর্বনিম্ন দর প্রস্তাব এসেছে ১৫ টাকায়। সে সময় পর্যন্ত এই প্রস্তাবে শেয়ারের সর্বোচ্চ দর এসেছে ৪৬ টাকা। এই দরে মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। পরের অবস্থানে থাকা দর ছিল ৪৫ টাকা।

এখন পর্যন্ত ৪৫ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩৮ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ১০টি, ৩১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ১২টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ২টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৩টি, ২২ টাকায় ৭টি, ২১ টাকায় ১টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান ও ১৫ টাকায় ২টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দিয়েছে।

তবে আগামী ১২ জুলাই পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দর প্রস্তাব করতে পারবে।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হয়। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে। বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *