কে এন্ড কিউ-মাল্টিসোর্সিং মার্জার : বিশেষ সাধারণ সভা ১৭ অক্টোবর

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

নিজেদের দুটি কোম্পানিকে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছে কে এন্ড কিউ লিমিটেডের পরিচালনা বোর্ড। এই ইস্যুতে কোম্পানিটি সাধারণ সভার দিন ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণে ১৭ অক্টোবর বেলা সাড়ে ৩টায় রাজধানীর সুন্দরবন হোটেলে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ইজিএমের রেকর্ড ডেট ছিল ১৯ সেপ্টেম্বর।

একইদিন কোম্পানিটি ঋণ সংক্রান্ত একটি সভা করবে।

কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড। এই দুই কোম্পানির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিডেন্ড একীভূতকরণের অনুমোদন দিয়েছে।

জানা যায়, একীভূতকরণ প্রক্রিয়ায় মাল্টিসোর্সিং লিমিটেড কে অ্যান্ড কিউ এর নিকট স্থানান্তর করা হবে। মাল্টিসোর্সিং লিমিটেড মোবাইল কোম্পানিগুলোর এসএমএস সার্ভিস,বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ভ্যালু এ্যাডেড সার্ভিস, মোবাইল কনটেন্ট ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, এসইও ইত্যাদি কাজ করে থাকে। ২০০৪ সালের প্রথম প্রান্তিকে মাল্টিসোর্সিং লিমিটেডের বানিজ্যিক যাত্রা শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *