গ্রামীণফোনের কাছে পাওনা টাকার আদেশ পিছিয়েছে

courtনিজস্ব প্রতিবেদক :

গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) করা আবেদনের ওপর আদেশ পিছিয়েছে। আদালত আগামী রোববার আদেশের জন্য দিন রেখেছেন। বলেছেন, এই সময়ে এ বিষয় নিয়ে গ্রামীণফোন অন্য কোনো ফোরামে (আরবিট্রেশনের জন্য) যেতে পারবে না।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

পাওনা দাবি নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা আবেদনের শুনানি নিয়ে গত ১০ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ আদেশের এ দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনটি কার্যতালিকায় ওঠে। শুনানিতে ছয় সদস্যের বেঞ্চে বিষয়টির শুনানি গ্রহণ, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গ্রামীণের আরবিট্রেশনের উদ্যোগের প্রসঙ্গ শুনানিতে ওঠে। এরপর আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে বিটিআরসির আবেদনের শুনানি হয়েছে জানিয়ে আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেন।

আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *