চলতি মূলধন ঋণসীমা বাড়ানোর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অন্তর্বর্তীকালের জন্য চলতি মূলধন ঋণসীমা বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনের নিরিখে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ ঋণসীমা বাড়ানো যাবে।

তবে এক্ষেত্রে ঋণ ঝুঁকি নিরসন বা হ্রাস করতে হবে। যাচাই করতে হবে গ্রাহকের আর্থিক সক্ষমতা। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি ব্যবসায়ীদের পক্ষ থেকে বিদ্যমান চলতি মূলধন ঋণসীমা অন্তত ৪০ শতাংশ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গভর্নরের কাছে চিঠি দিয়ে এ অনুরোধ জানিয়েছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এতে ঋণগ্রহীতাদের অনুকূলে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক এরই মধ্যে মঞ্জুরীকৃত চলতি মূলধন ঋণসীমার সর্বোচ্চ ব্যবহার সত্ত্বেও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাঁচামালের মূল্য পরিশোধসহ উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *