জাপানের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৪.৮%

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মহামারী করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যতিক্রম হয়নি বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জাপানের ক্ষেত্রেও। করোনার কারণে দেশটির অর্থনীতি ২০০৯ সালের তুলনায় ২০২০ সালে সঙ্কুচিত হয়েছে ৪.৮%। সোমবার জাপান সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে অক্টোবর থেকে ডিসেম্বরে জাপানের প্রবৃদ্ধি বেড়েছে মাত্র ৩%। অথচ এর আগের বছর এটা ছিল ৫.৩ %।
মহামারী করোনাভাইরাসের কারণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাপান। এছাড়া ২০১৯ সালে কর বৃদ্ধি করা হয়েছিল। এ কারণে দেশটির অর্থনীতিতে মন্দা নেমে আসে। গত বছরের নভেম্বরে সে মন্দা কাটিয়ে উঠে জাপান। কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধি ঠেকাতে তা যথেষ্ট ছিল না।

সূত্র: ব্যাংকক পোস্ট

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *