জাহাজে কলকাতা-চট্টগ্রাম পণ্য পরিবহন শুরু

Ship-tradeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরে সমুদ্রপথে কনটেইনারে পণ্যবাহী জাহাজ সার্ভিস চালু হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই পণ্য পরিবহন শুরুর চ্যালেঞ্জ নিয়েছে বেসরকারি দুটি শিপিং কম্পানি।

এর ফলে ৩০ থেকে ৩৬ ঘণ্টায় চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এত দিন কলকাতা বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম আনতে গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাঙ এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে হতো। এতে ১৩ দিন সময় লাগত। খরচও হতো প্রচুর।

চট্টগ্রাম বন্দর-কলকাতা সরাসরি জাহাজ চালু করেছে হংকংভিত্তিক গোল্ড স্টার শিপিং লাইন। মাসে তিনটি জাহাজ দিয়ে তারা কনটেইনার সার্ভিস চালু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *