জাহিন স্পিনিংয়ের নতুন মেশিনারিজ আমদানি

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড ১৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে। কোম্পানিটি ১৫ হাজার ৪৮০টি নতুন স্পিন্ডালস স্থাপনে এ সব যন্ত্রপাতি আমদানি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য গত ১৭ জুন পৃথক ৩টি এলসি খুলেছে জাহিন স্পিনিং।

এদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সফলভাবে স্পিন্ডালসসমূহ স্থাপনে সমর্থ হলে প্রতিদিন ৪ হাজার ২৪০ কেজি সুতা উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে বছর শেষে কোম্পানির আয় ৪ কোটি টাকা বাড়বে। এতে প্রায় ৫৫ শতাংশ আয় বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

তবে সোমবার ডিএসইর ওয়েবসাইটে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এলসি খোলার সংবাদ প্রকাশিত হলেও কবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির তথ্য ভান্ডারে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। আবার ১৭ তারিখ এলসি খোলার ৫ দিন পর এ ধরনের তথ্য প্রকাশ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্পিন্ডালস স্থাপনের ফলে ৫৫ শতাংশ আয় বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। মূল্য সংবেদনশীল হওয়া সত্ত্বেও এ তথ্য সময়মতো প্রকাশ করেনি কোম্পানিটি।যা আইনের লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে মেশিনারিজ আমদানির খবরে সোমবার কোম্পানিটির শেয়ারের দর ৩.১৪ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে কোম্পানির শেয়ারের দর ছিল ২২.৩ টাকা। ৭০ পয়সা বেড়ে দিনশেষে দর গিয়ে দাঁড়িয়েছে ২৩ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *