ডিএসইতে লেনদেন ৫’শ কোটি টাকার কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকার কম হয়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৫০ কোটি ৫২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.০১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮টির। আর দর অপরিবর্তিত আছে ২৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, নূরানী ডায়িং, খুলনা পাওয়ার, ড্রাগন সোয়েটার স্পিনিং, ভিএফএস থ্রেডস, স্টাইণ ক্রাফট, ইনটেক অনলাইন, মুন্নু সিরামিকস ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৮৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ২১ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *