ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ১ম দিনে প্রধান সূচকের সাথে ডিএস৩০ বেড়েছে। কমেছে ডিএসইএস সূচক। এদিন লেনদেন গতদিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪৮৩০ পয়েন্টে দাঁড়ায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪৮১৯ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ২ লাখ টাকা। বৃহস্পতিবার সেখানে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে
৯৬ কোটি ৪১ লাখ টাকার কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩১৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১৪৫ টির। আর অপরিবর্তিত ছিল ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইফাদ অটোস, ইসলামি ব্যাংক, বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, আমান ফিডস, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, এ্যাপোলো ইস্পাত ও সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *