ডিএসইতে ১ ঘণ্টায় লেনদেন ১৯৩ কোটি

dseস্টকমার্কেট ডেস্ক :

পরপর দুই কার্যদিবসের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। আজ দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯৩ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *