ডিএসইতে ৩৩০ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৩০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৫টির। আর দর অপরিবর্তিত আছে ৭০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, উসমানিয়া গ্লাস, বিবিএস ক্যাবলস, গ্রামীন ফোন ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ড্রাগন সোয়েটার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *