ডিএসইতে ৪৩৭ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪০৬ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ , বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও বীকন ফার্মা লিমিটেড ।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল এসকে ট্রিমস ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *