ডিএসইতে ৫৫২ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৫২ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে ডিএসইতে সূচকেরও বড় উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৪২কোটি ৭১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –খুলনা পাওয়ার, শাহজালাল ইসলামি ব্যাংক, সামিট পাওয়ার, ফার্মা এইডস, এ্যাডভেন্ট ফার্মা, নূরানী ডায়িং, সায়হাম টেক্সটাইল, ভিএফএস থ্রেডস, ইউনাইটেড পাওয়ার ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২২৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *