ডিএসইতে ৫৫৬ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৫৬ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন সমান থাকলেও সূচকের মিশ্রাবস্থা ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৫৫ কোটি ৫৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের মতোই রয়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৮টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, এসকে ট্রিমস, সায়হাম কটন, ইফাদ অটোস, ওয়াটা কেমিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, সিলভা ফার্মা ও ফরচুন সুজ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১২৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২২ কোটি ৬৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম কটন ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *