ডিএসই’র আইটি প্রধানকে বাধ্যতামূলক ছুটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিরবচ্ছিন্ন লেনদেনে বাধাগ্রস্ত হওয়ার প্রতিষ্ঠানটির চীফ টেকনোলজি অফিসার (সিটিও) জিয়াউল আহসান কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত কমিশনের ৮৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন সময়ে Dhaka Stock Exchange Limited এর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয় এবং পূর্বেও বিভিন্ন কমিটি DSE এর IT কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই শেয়ারবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। অদ্যকার কমিশন সভায় সিদ্ধান্ত হয় যে, উক্ত তদন্ত সংক্রান্ত বিষয়মূহের সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Dhaka Stock Exchange Limited এর Chief Technology Officer(CTO) কে বাধ্যতামূলকভাবে ছুটিতে প্রেরণ করা হল ।

এছাড়া, Dhaka Stock Exchange Limited এর বোর্ড অফ ডিরেক্টরদের অবিলম্বে সমস্যাগুলি সমাধান করার জন্য আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগ এর মাধ্যমে যুগোপযোগী IT FUNCTION গড়ে তুলতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হল।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *