তৃতীয় প্রান্তিকে বিএটিবিসির মুনাফা বেড়েছে

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, কোম্পানিটি গত ৩ মাসে (জুলাই’১৫ – সেপ্টেম্বর’১৫) শেয়ার প্রতি আয় (ইপিএস)করেছে ২৬ টাকা ৯৭ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৩ টাকা ৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা।

আবার কোম্পানিটি (জানুয়ারী’১৫ – সেপ্টেম্বর’১৫) ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৩ টাকা ২ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭০ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি ’১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৭৭ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ২১৯.০৭ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০১৪ ছিল ১৬৭.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *