তৈরি পোশাক খাত ডিজিটাল করার প্রশংসা বিশ্বব্যাংকের

467955753559e14037473fff49839169-5dc01809b2c52স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে মজুরি দেওয়ার প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সোমবার (৪ নভেম্বর) ঢাকার আশুলিয়ায় নিউএজ গ্রুপের কারখানা পরিদর্শনের সময় বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এই প্রশংসা করে।

মোবাইলভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধি দল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়ায় পোশাককর্মীদের জীবনযাত্রার পরিবর্তন এবং কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির খোঁজখবর নেয়।
প্রসঙ্গত, বর্তমানে ২৮০টি তৈরি পোশাক কারখানার প্রায় সাড়ে ৩ লাখ পোশাককর্মী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পাচ্ছেন।

বিশ্ব ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট্রিজিও প্যাগানো বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে আমরা ব্যাপক পরিবর্তন দেখেছি। আগে কারখানাগুলো নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে বেতন দিতো, যা ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ ছিল। ডিজিটাল পদ্ধতিতে বেতন দেওয়ার বিষয়টি কর্মী ও মালিক উভয়ের জন্য লাভজনক। এ পদ্ধতিতে বেতন দিয়ে কারখানাগুলো আরও গতিশীল, উৎপাদনক্ষম ও কর্মীবান্ধব হয়ে উঠছে।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সামগ্রিক পেমেন্ট ডিজিটাইজেশনের ওপরে আলোকপাত করেন। নারী শ্রমিকনির্ভর তৈরি পোশাক খাতে ডিজিটাল পদ্ধতিতে বেতন বিতরণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও ডিজিটাল মাধ্যমে বেতন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *