দরপতনে শুরু শেয়ারবাজারে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২১৭১ ও ১২৯০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে ৩৫টি কোম্পানির এবং মূল্য হ্রাস হয়েছে ৩১৮টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির।

অপরদিকে, বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮৫ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *