দিনশেষে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকে কমেছে। তবে এদিন সেখানে লেনদেন বেড়ে আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, রবি আজিয়াটা, বেক্সিমকো লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, আইপিডিসি, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৫৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *