দুই শেয়ারবাজারেই কমেছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক সামান্য কমেছে। এদিন সেখানে লেনদেন অনেকটাই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.১২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫১ কোটি ২৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫টির। আর দর অপরিবর্তিত আছে ২১৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, ওয়াটা কেমিকেল, ফার্মা এইডস, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, এক্সিম ব্যাংক, লিন্ডে বিডি, জেএমআই সিরিঞ্জ, সোনালি আঁশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৯ কোটি ২৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিলকো ফার্মা ও মার্কেন্টাইল ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *