দুই স্টক এক্সচেঞ্জের আরএডি বিভাগে রদবদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে দেশের দুই স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের (আরএডি) কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হয়েছে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আরএডি কর্মকর্তা পর্যায়ে আংশিক রদবদল হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াকে এক্সচেঞ্জটির ভারপ্রাপ্ত সিআরও হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এক্সচেঞ্জটির আরএডির ৯ জন কর্তকর্তার দপ্তত পুনর্বণ্টন করা হয়েছে। অন্যদিকে সিএসইর আরএডি বিভাগের এক-চতুর্থাংশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এক্সচেঞ্জের দৈনন্দিন কার্যক্রমে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ধাপে ধাপে আরএডিতে কর্মরতদের বদলি করা হচ্ছে। সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জের আরএডির পাঁচ বিভাগের তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের বদলি করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *