নতুন ৬ নতুন জাহাজেরই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বিএসসি

bscস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে চীনে নির্মিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘বাংলার অগ্রগতি।

ইতিমধ্যে চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জাহাজটির নির্মাণ কাজ শেষ করেছে। এটি হলো চুক্তির ৬টি জাহাজের সর্বশেষ জাহাজ।

বিএসসি সূত্রে জানা যায়, চীন সরকারের আর্থিক সহায়তায় জিটুজি’র ভিত্তিতে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে বিএসসির জন্য ৬টি জাহাজ নির্মাণ করা হয়। চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) আর্থিক ও কারিগরি সহায়তা করে।

জাহাজগুলো নির্মাণ করা হচ্ছে চীনের জিয়াংজু প্রদেশের ওয়াক্সি শহরে সিএমসির শিপইয়ার্ড জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে।

এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমভি বাংলার অগ্রযাত্রা, এমভি বাংলার অগ্রদূত ও এমভি বাংলার অগ্রগতি নামে এই ৬টি জাহাজ বানিজ্যিক কার্যক্রমও শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *